ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী: ফেসবুকে আপত্তিকর পোস্টের জেরে সংঘর্ষ, ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুকে একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের পর সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে প্রত্যাহার করে পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে ওসির দায়িত্ব দেওয়া হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ এই তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকালে আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক হাটহাজারী মাদ্রাসার সামনে আপত্তিকর ভঙ্গিতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। এই ঘটনা দ্রুত উত্তেজনা ছড়ালে পুলিশ আরিয়ানকে ফটিকছড়ি থেকে আটক করে। আটক হওয়ার পর আরিয়ান ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চান।

কিন্তু এর মধ্যেই বিকেলে হাটহাজারী পৌর এলাকায় মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে অন্য একটি পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাতে উপজেলা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করে।

এই ঘটনার পর হাটহাজারী বড় মাদ্রাসার কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং তাকে প্রত্যাহারের দাবি জানায়। একই দাবিতে শিক্ষার্থীরাও রাতে বিক্ষোভ মিছিল করে।

রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। এর পরই ওসির প্রত্যাহারের খবর আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।