ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ আদালতের

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের (International Criminal Police Organization) ‘রেড নোটিশ’ জারির জন্য অনুমতি দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২১ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালত এই আদেশ দেন।

দুদকের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর দুদকের একাধিক মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন জানানো হয়েছিল। আজ রবিবার শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

আদালতের এই আদেশের পর বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখা এখন ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য আবেদন করবে। আদালত, প্রসিকিউশন বা তদন্ত সংস্থার অনুরোধে সাধারণত এনসিবি এই পদক্ষেপ নিয়ে থাকে। রেড নোটিশ জারির অর্থ হলো, ইন্টারপোল সদস্য রাষ্ট্রগুলো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও প্রত্যর্পণের জন্য সহযোগিতা করবে।

গত বছরের সংসদ নির্বাচনের আগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। এরপর তাকে মন্ত্রিসভায় আর দেখা যায়নি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে জাবেদ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে পালিয়ে যান।

উল্লেখ্য, এর আগে আদালতের নির্দেশে সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর নামে থাকা শত শত কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করা হয় এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।