ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাঙ্কিংয়ে টাইগার ক্রিকেটারদের সুখবর

খেলাধুলা ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয়ের স্বাদ সঙ্গী হয় বাংলাদেশের। তবে সিরিজে রিশাদ হোসেনের নজরকাড়া পারফরম্যান্সসহ একাধিক টাইগার ক্রিকেটার বুধবার (২২ অক্টোবর) আইসিসি থেকে পেয়েছেন সুখবর। আইসিসির হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের এই লেগ স্পিনারের।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটে-বলে আলো ছড়ানো রিশাদ হোসেন প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিয়েছেন আরও তিনটি। দুই ম্যাচে ৯ উইকেট নিয়ে আইসিসির ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন ডানহাতি এই লেগ স্পিনার। একইসঙ্গে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও ৮৭ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে অবস্থান করছেন তিনি।

রিশাদের এই বড় উত্থান ছাড়াও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ দলের আরও কয়েকজন ক্রিকেটারের। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৭৩ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে অবস্থান করছেন। বোলিংয়েও ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন তিনি। ব্যাটারদের তালিকায় মিরাজ ২ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে আছেন।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাওহিদ হৃদয় ও সৌম্য সরকারের। প্রথম ওয়ানডেতে ৫১ রান করা তাওহিদ হৃদয় ৭ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন। দলে ফেরা সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে ৮৬ নম্বরে আছেন।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে শীর্ষে আছেন শুভমান গিল, ইব্রাহিম জাদরান ও রোহিত শর্মা। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে আছেন যথাক্রমে রশিদ খান, কেশভ মহারাজ ও মহেশ থিকশানার। আজমতউল্লাহ ওমরজাই, সিকান্দার রাজা ও মোহাম্মদ নবি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।