খাগড়াছড়ি, প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে এক কিশোরীকে বিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
জেলা প্রশাসকের নির্দেশে বাল্যবিবাহের খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন। অভিযানের সময় বর ও কনের বাবা পালিয়ে গেলেও উপস্থিত স্বাক্ষী এবং কাগজপত্র যাচাই করে ঘটনার সত্যতা প্রমাণিত হয়।
বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালত দুটি পৃথক মামলায় মেয়ের নানা আবুল হাশেমকে ৫০ হাজার টাকা এবং বরের ভাই মো. মনির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে, তারা মুচলেকা দিয়েছেন যে মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেবেন না।
সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন জানান, “তথ্য গোপন করে নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়ানো হলেও তা আইনসিদ্ধ নয়। অনেক অভিভাবকই এই বিষয়টি জানেন না। সবাইকে এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।”

