চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে মো. শাখাওয়াত হোসেন রিপন (৪২) নামে এক যুবদল নেতা মারা গেছেন। তিনি মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাতে মীরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন রিপন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দীর্ঘ ৭ দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
নিহত রিপন মীরসরাইয়ের ১১নং মঘাদিয়া ইউনিয়নের কাজিরতালুক গ্রামের আবুল কালামের ছেলে। মঘাদিয়া ইউনিয়ন বিএনপির নেতা মো. সাইফুল ইসলাম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

