ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

মিনিবাস-মোটরসাইকেলের সংঘর্ষে শ্রমিক নেতার মৃত্যু, আহত ১৯

সাম্প্রতিক খবর ডেস্ক
নভেম্বর ১, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

টেকনাফের হ্নীলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের করুণ মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয়ভাবে হ্নীলা ইউনিয়ন নির্মাণ শ্রমিক দলের সভাপতি হিসেবে পরিচিত ছিলেন। এই দুর্ঘটনায় মিনিবাসের অন্তত ১৯ জন যাত্রী আহত হয়েছেন।

গত শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে।

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ শেখ রাসেলের দেওয়া তথ্যমতে, কক্সবাজার থেকে টেকনাফ অভিমুখে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী মিনিবাসের সাথে বিপরীত দিক, অর্থাৎ টেকনাফ থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জকির আহমেদ (৪০) প্রাণ হারান।

মোটরসাইকেলের সাথে সংঘর্ষের পর যাত্রীবাহী মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী একটি খাদে উল্টে পড়ে যায়। এ সময় বাসের ভেতরে থাকা অন্তত ১৯ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

নিহত মোটরসাইকেল চালক জকির আহমেদ (৪০) হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াব্রাং এলাকার নাগু সদরের পুত্র। স্থানীয়ভাবে তিনি একজন পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি হ্নীলা ইউনিয়ন নির্মাণ শ্রমিক দলের সভাপতি পদে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

এই দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।