ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় দুই অভিযানে ১৭১ অবৈধ অভিবাসী আটক, ৫ বাংলাদেশি

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৭:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ মোট ১৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এই অভিযানে আটক হওয়াদের মধ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে কুয়ালালামপুরের সেতাপাকের দানাউ কোটার একটি ১৯ তলা ভবনে অভিযান চালিয়ে ১২৫ জনকে আটক করা হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, আটককৃতদের মধ্যে ৮১ জন পুরুষ ও ৪৪ জন নারী, যাদের বয়স ১৬ থেকে ৭০ বছরের মধ্যে। এদের মধ্যে মিয়ানমারের ৬৯ জন, ভারতের ২৫ জন, পাকিস্তানের ১৪ জন, ইন্দোনেশিয়ার ১২ জন এবং ৫ জন বাংলাদেশি রয়েছেন।

তিনি আরও বলেন, স্থানীয়দের অভিযোগ এবং দুই সপ্তাহের নজরদারির পর এই অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা বা ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে জোহরের উলু তিরম এলাকায় চালানো ‘অপস সাপু’ অভিযানে আরও ৪৬ জনকে আটক করা হয়।

জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন ১৩ জন ইন্দোনেশিয়ান পুরুষ, ১০ জন ইন্দোনেশিয়ান নারী, ১২ জন মিয়ানমারের পুরুষ, ৪ জন মিয়ানমারের নারী, ৪ জন বাংলাদেশি পুরুষ, ১ জন নেপালি পুরুষ এবং দুই ইন্দোনেশিয়ান শিশু।

আটককৃতদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে। যারা অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দিয়েছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।