ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

মাদককাণ্ডে নাম জড়ানো প্রসঙ্গে নীরবতা ভাঙলেন সাফা কবির, জানালেন কর্মজীবনের ক্ষতির কথা

বিনোদন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে এসে মাদককাণ্ডে নাম জড়ানো প্রসঙ্গে কথা বলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। গত বছরের শেষের দিকে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মাদক সংগ্রহের অভিযোগে তার সঙ্গে আরও কয়েকজন অভিনেত্রী ও সংগীতশিল্পীর নাম সংবাদে আসে। এই খবর প্রকাশিত হওয়ার পর তিনি কর্মজীবনে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বলে জানান। সম্প্রতি রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে অংশ নিয়ে তিনি তার সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন।

সাফা কবির জানান, খবরটি দেখার পর তিনি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলেন। এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশের পর তার কর্মজীবনের ওপর এর মারাত্মক প্রভাব পড়ে। তিনি বলেন, “মিডিয়ার তিন-চারটা মেয়েকে নিয়ে যে নিউজটা করল, তারা একটিবারও চিন্তা করল না যে, এ মেয়েগুলোর জীবনের ভবিষ্যৎ কী হবে?”

তিনি জানান, খবরটি প্রকাশিত হওয়ার পর তার হাতে থাকা অনেক কাজ বাতিল হয়ে যায়। একটি বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা থাকলেও সেই খবর প্রকাশের পর তারা তা বাতিল করে দেয়। সাফা তাদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। সিনিয়র অভিনেতারাও বিতর্ক এড়াতে তার সঙ্গে কাজ করতে চাইছিলেন না।

এই কঠিন সময়ে কিছু বন্ধু পাশে দাঁড়িয়েছিল বলে সাফা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তৌসিফ মাহবুব, জোভান এবং সিয়ামের মতো বন্ধুরা তাকে মানসিকভাবে সহযোগিতা করেন। তাদের জন্যই তিনি সেই কঠিন পরিস্থিতি সামাল দিতে পেরেছিলেন।

সাফা কবির বলেন, না জেনে সামাজিক মাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া উচিত নয়, ঠিক তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াও অন্যায়।

তিনি আরও বলেন, “আমাদের একটা পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে— এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এ ধরনের খবরের কারণে মা-বাবার মনে ধারণা জন্মাল— তাদের সন্তানরা এখানে সুরক্ষিত না।” তিনি মনে করেন, যেকোনো কিছু করার আগে দুবার ভাবা উচিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।