ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

মরহুম আহমদ আলী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া
অক্টোবর ৩১, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পেকুয়া ও চকরিয়া উপজেলায় মরহুম আহমদ আলী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা ৩১ অক্টোবর (শুক্রবার) সফলভাবে সম্পন্ন হয়েছে। বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় চকরিয়া গ্রামার স্কুল ও মেহেরনামা সরকারী প্রাথমিক বিদ্যালয় দুটি কেন্দ্রে প্রাথমিক, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয় পর্যায়ের ৯০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

প্রাথমিক পর্যায়ে ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, মাদ্রাসা পর্যায়ে ৪র্থ, ৫ম, ৭ম শ্রেণি এবং উচ্চ বিদ্যালয় পর্যায়ে ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ নেয়। মোট ৬০টি বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীরা।

মরহুম মাওলানা আহমদ আলী স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর আহবায়ক ও ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহেদুল ইসলাম। চকরিয়া গ্রামার স্কুল কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মাওলানা কফিল উদ্দন ফারুক, মেহেরনামা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে ছিলেন আবুল কালাম। এছাড়া পরীক্ষার নিয়ন্ত্রক ছিলেন মাওলানা কুতুব উদ্দিন, হল সুপার ছিলেন মিজানুল হাসান ও মাওলানা মোর্শেদ আলম।

বৃত্তি পরীক্ষার তদারকি ও সার্বিক দায়িত্বে ছিলেন বহুমুখী পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি মাষ্টার শাহাদত হোছাইন এবং সেক্রেটারী মিজানুল হাসান।

এদিনের পরীক্ষায় শিক্ষার্থীরা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে অংশগ্রহণ করে এবং ফলাফল ঘোষণার মাধ্যমে তাদের মেধার পরিচয় প্রকাশ পাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।