ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন মোস্তাক আহম্মেদ চৌধুরী

মোঃ আখতার হোসেন হিরনঃ
মে ২৭, ২০২৫ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আখতার হোসেন হিরনঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয়-এ নতুন এডহক কমিটি অনুমোদন পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদনের মাধ্যমে গঠিত এই কমিটি বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ও শিক্ষাগত কর্মকাণ্ড পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তাক আহম্মেদ চৌধুরী, যিনি স্থানীয়ভাবে একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে সুপরিচিত। শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মোয়াজ্জেম হোসেন এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন শাহ আলম। কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিদারুল আলম।

কমিটি অনুমোদনের পর এক মতবিনিময় সভার আয়োজন করা হয় বিদ্যালয় চত্বরে। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাবেক রাজনৈতিক নেতৃবৃন্দ। উক্ত সভায় অংশ নেন—আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, মিরসরাই উপজেলা বিএনপি,মোঃ মহিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন বিএনপি।

তাঁরা নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত অগ্রগতি নির্ভর করে নেতৃত্বের দক্ষতা, স্বচ্ছতা এবং স্থানীয় জনগণের সহযোগিতার ওপর। নতুন এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা আমাদের সকলের।”

কমিটির সভাপতি মোস্তাক আহম্মেদ চৌধুরী বলেন, “এই দায়িত্ব একটি মহান আমানত। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে আমরা একসঙ্গে কাজ করব। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আমরা একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই এই বিদ্যালয়কে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব দিদারুল আলম বলেন, “শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আমরা শিক্ষার পরিবেশকে আরও উন্নত করার লক্ষ্যে কাজ করব।”

উল্লেখ্য, মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে স্থানীয় শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও গতিশীল ও সুশাসনভিত্তিক পরিচালনার দিকে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।