ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

জাকসু নির্বাচন

ভোট গণনার সময় পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৫:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার সময় অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস (৩৮) নামের এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক ছিলেন।

শুক্রবার সকালে ভোট গণনাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চারুকলা বিভাগের সভাপতি শামীম রেজা জানান, তিনি নিজে প্রীতিলতা হলের রিটার্নিং অফিসার এবং জান্নাতুল ফেরদৌস পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ভোট গণনার সময় জান্নাতুল ফেরদৌস হঠাৎ করেই দরজার সামনে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জান্নাতুল ফেরদৌসের বড় ভাই মোহাম্মদ আসিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় উঠতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে এনাম মেডিকেলে নেওয়া হলে তার মৃত্যু হয়।”

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ভোটার ছিল ১১ হাজার ৮৯৭ জন। রাতে শুরু হওয়া ভোট গণনা শুক্রবার সকাল পর্যন্ত চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।