মোঃ সোহেল আরমান, ষ্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র নবগঠিত কমিটি তাদের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন উত্তর হারবাং ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক জনাব মোঃ নুরুল্লাহ নুরু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জিয়াবুল হক, উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দীন, ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ শফিউল আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর সওদাগর, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদসহ ওয়ার্ড কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে আহ্বায়ক নুরুল্লাহ নুরু বলেন,“বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের কল্যাণে নিবেদিত একটি আন্দোলন। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বার্তা বয়ে আনবে।”
নবগঠিত ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ জানান, এই বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে তারা সামাজিক, সাংগঠনিক ও উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিক সূচনা করেছেন, যা এলাকার উন্নয়ন ও দলের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে।
বৃক্ষরোপণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উত্তর হারবাং ৭নং ওয়ার্ড বিএনপি’র নবযাত্রার অঙ্গীকার সংগঠন, ঐক্য ও উন্নয়নের পথে।

