ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বরেকর্ড গড়ল মিরপুরের বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে: স্পিনারদের সর্বোচ্চ বোলিং

খেলাধুলা ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ক্রিকেট ইতিহাসে এক বিশ্বরেকর্ড গড়েছে। ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে স্পিনারদের দ্বারা সর্বোচ্চ ওভার বোলিংয়ের বিশ্বরেকর্ড হলো এই ম্যাচটিতে, যদিও বিশ্বরেকর্ড গড়া ম্যাচটিতে জয়ের দেখা পায়নি টাইগাররা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা মিলে মোট ৯৩ ওভার বল করেছেন। এতে ভেঙে গেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড।

এর আগে ২০১৯ সালে ভারতের দেহরাদুনে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের স্পিনাররা এক ম্যাচে ৭৮.২ ওভার বোলিং করেছিলেন। গতকালের (২১ অক্টোবর) ১০২ ওভারের (সুপার ওভারসহ) ম্যাচে স্পিনাররা মোট ৯৩ ওভার বল করে এই রেকর্ড ভাঙেন।

ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ৫০ ওভার করেন। অন্যদিকে, বাংলাদেশের বোলিং ইনিংসে স্পিনাররা ৪২ ওভার করেন। বাকি ৮ ওভার করেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এরপর সুপার ওভারে বাংলাদেশের হয়ে ১ ওভার করেন ফিজ এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে করেন স্পিনার আকিল হোসেন।

এই তালিকার তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। ১৯৯৮ সালে কলম্বোতে এই দুই দলের স্পিনাররা ৭৬ ওভার বোলিং করেছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।