বাঁশখালীর কুতুবখালী বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন কতুবখালি বেড়িবাঁধ এলাকায় সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে বাঁশখালী থানা পুলিশকে জানায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বেড়িবাঁধ এলাকায় সাগরে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াঘীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

