ঢাকামঙ্গলবার , ৪ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

বাঁশখালীতে জমি বিরোধের বলি বৃদ্ধ, নিহত ১

সাম্প্রতিক খবর ডেস্ক
নভেম্বর ৪, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব ইলশা গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় জাকির হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ হামলায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী ও মেয়ে। ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বাঁশখালী বাহারছড়া ইউনিয়নের পূর্ব ইলশা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন একই গ্রামের ৬ নং ওয়ার্ডের মোজাফর আহমদের পুত্র।

নিহতের ছেলে ইকবাল জানান, সকালে তার বাবা জাকির হোসেন দোকান থেকে বাড়ির কাছাকাছি আসার সময় অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার মা ও বোন বাবাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরকেও আঘাত করে।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত জাকির হোসেনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় তিনি মারা যান।

বৃদ্ধ জাকির হোসেন নিহত হওয়ার ঘটনায় পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন,নুরুল আবছার (৬৫), মৃত মোক্তার আহমদের পুত্র ও নুরুল আক্তার (৬২), নুরুল আবছারের ভাই এবং মো. ফয়েজ উদ্দীন (৩২), নুরুল আক্তারের ছেলে।

নিহতের ছেলে ইকবাল এই ঘটনায় সরাসরি জড়িত এবং যারা ইন্ধন দিয়েছে, সবার বিচার চেয়েছেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধ নিয়ে মারামারির ঘটনায় বৃদ্ধ জাকির হোসেন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশের সুরতহাল তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।