বাঁশখালী চট্টগ্রামঃ চট্টগ্রামের বাঁশখালীতে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ফাহিম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার প্রেম বাজারস্থ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম উপজেলার পুইছড়ি ইউনিয়নের পূর্ব পুইছড়ী ৪ নম্বর ওয়ার্ড এলাকার আব্দু রহিম ড্রাইভারের একমাত্র ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শিশু ফাহিম তার মামার সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা যোগে নানার বাড়ি যাচ্ছিল। পথে সিএনজি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় উত্তর দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পণ্যবাহী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

