প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পেকুয়া সার্ভিস সেন্টারের উদ্যোগে সদ্য পদোন্নতিপ্রাপ্তদের সংবর্ধনা এবং বীমা গ্রাহকের মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় পেকুয়া সার্ভিস সেন্টারের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্ভিস সেন্টার ইনচার্জ ও ইভিপি এস.এম. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং এরিয়া ম্যানেজার এখলাছের পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম নজমুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) এম. নাইমুল হক চৌধুরী ও এম. খোরশেদুল আলম চৌধুরী, ইভিপি এন্ড জোন ইনচার্জ মাহমুদুল করিম এবং ইভিপি তছলিমাতুল জন্নাতসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে মরহুম গ্রাহক মো. আলীর নমিনী শিশু নুরী জান্নাতকে ২,০৭,০০০/- (দুই লক্ষ সাত হাজার) টাকা, মরহুমা সুমী আক্তারের নমিনী আমেনা বেগমকে ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) টাকা এবং অপর একজন গ্রাহককে ১০,০০০/- (দশ হাজার) টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়।
এছাড়াও, সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- এরিয়া ম্যানেজার (জিএম থেকে): মনোয়ারা বেগম, মো. এখলাছ, রফিকুল ইসলাম। জেনারেল ম্যানেজার (ডিজিএম থেকে) সুরমা আক্তার, আফরোজা বুলবুল মিলি, হাসিনা বেগম। ডেপুটি জেনারেল ম্যানেজার (এজিএম থেকে): দিলরোবা পারভিন, মো. জাকারিয়া, খোরশিদা বেগম, ঝর্ণা দাস, রোকসানা বেগম, মো. এনামুল হক আজাদ। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিএম থেকে): উম্মে হাবিবা, নারগিছ আক্তার, আরমান হোছাইন।

