চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (১৪ সেপ্টেম্বর), সকাল ৯টা ৩০ মিনিট থেকে এই কার্যক্রম শুরু হয়। ক্রীড়া সম্পাদক পদের জন্য প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তায়েফুল আলম ফরাজি।
চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, প্রার্থীরা আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। এরপর ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ এবং ২৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ফরমের মূল্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের ডোপ টেস্টের ফলাফল জমা দেওয়া বাধ্যতামূলক, যা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে করানো যাবে।
এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। নতুন ১,৭৬৮ জন শিক্ষার্থী যুক্ত হওয়ায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,৬৩৪ জন। তবে এখনো ছাত্র ও ছাত্রীর আলাদা তালিকা প্রকাশ করা হয়নি।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। একই সাথে, পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম জমা দেওয়া বা নেওয়া যাবে না।
আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে।

