ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুর করুণ মৃত্যু

রেজাউল করিম, পেকুয়া
নভেম্বর ১, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

রেজাউল করিম, পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর, ২০২৫) উপজেলার রাজাখালী ইউনিয়নে এই ঘটনাটি ঘটে।

নিহত শিশুটির নাম জান্নাতুল নুর (২)। সে রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকার হোসেন আলীর মেয়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু জান্নাতুল নুর বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলাধুলা করার এক ফাঁকে সবার অগোচরে সে বাড়ির পাশে থাকা একটি পুকুরের পানিতে পড়ে যায়।

দীর্ঘ সময় ধরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে শিশু জান্নাতুল নুরকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, শিশুটি খেলাধুলা করার সময় অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় এবং পরে তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় মাতবর পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।