ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় জোরপুর্বক জমি দখলের অভিযোগ, কাটা হলো ফলজ-বনজ গাছ

পেকুয়া প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

পেকুয়া প্রতিনিধিঃ  কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের লামার পাড়া গ্রামে জোরপূর্বক জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। জমি দখল করে জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছও কেটে নিয়েছে মালেকা বেগম, জিল্লু রহমান ও গোলাম রহমান নামের তিন ভূমিদস্যু।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সকাল শিলখালী জারুলবনীয়া লামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দু শুক্কুর জানান, আমার বাবার পৈত্রিক সুত্রে পাওয়া গ্রামের প্রায় ২০ শতক জমিতে ৬০ বছর ধরে আবাদ করে আসছেন। একই মৌজার এই জমিতে ফলজ ও  বনজ গাছ ছিল। কিন্তু প্রতিবেশী ভূমিদস্যু জাকেরের স্ত্রী মালেকা বেগম, জাকেরের ছেলে জিল্লুর রহমান ও মৃত আব্দু সোবহানের ছেলে গোলাম রহমানসহ আরো কিছু লোকজন সেই জমি ২ দিন ধরে জমি দখলে নেয়। জমিতে থাকা ১৫/২০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, আমরা আমাদের ন্যায্য জমিতে আবাদ করছিলাম। তারা গায়ের জোরে এই জমি দখল করে নিয়েছে। এখন আমরা জমিতে গেলে হত্যার হুমকি দিচ্ছে। এর আগেও জমির জন্য তাদের বিরুদ্ধে আদালতে ৩টি মামলা চলমান রয়েছে। সেই মামলায় হেরে যাওয়ার পর এখন জোর করে জমি দখল করেছে। আমি থানায় জিডি করেছি। গত মঙ্গলবার কক্সবাজার বাজার থেকে মামলার আয়ো পিবিআই পুলিশ অফিসার তদন্তে আসলে তাদের সামনে আমাদেরকে গালিগালাজ এবং হত্যার হুমকি দেন, এমনকি তদন্তকারী কর্মকর্তাকে ও তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। কিন্তু তারা কোন আইন না মেনে সারাদিন গাছ কেটে জমি দখল করে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্তের মালেকা বেগম বলেন, জমি আমার তাই আমি গাছ কেটে নিয়েছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল মোস্তফা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।