ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ায় আ’লীগ সভাপতির বিরুদ্ধে বোনদের সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ৩ নং ওয়ার্ডের পেচু মিয়া সিকদারের পুত্র আওয়ামী লীগ সভাপতি ফরিদুল আলম ও তার বড় ভাই জসিম উদ্দিনের বিরুদ্ধে আপন বোনদের সম্পত্তি দখল এবং আর্থিক পাওনা পরিশোধ না করার গুরুতর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ফরিদুল আলম এক সময় স্বৈরাচার সরকারের দোসর ছিলেন। সেই সময়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামীলীগ সন্ত্রাসীদের নিয়ে জায়গা দখলে নেন এবং এখনও বারবাকিয়ার বিভিন্ন জায়গায় দখল-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। এত এত অভিযোগের পরেও ডেবিল হ্যান্ট অভিযানে তাদের গ্রেফতার করছে না প্রশাসন।

বোনেরা জানান, সম্পত্তি দখলের পাশাপাশি তারা এখনো নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের ওপর নিয়মিতভাবে “নির্যাতনের স্টিম রোলার” চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা।

নাম প্রকাশ না করা শর্তে একজন ভুক্তভোগী বলেছেন, ফরিদুল আলম ও জসিম উদ্দিন মিলে পাহাড়িয়াখালীতে আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে বহু পরিবারকে মামলা দিয়ে পথে বসিয়েছে। তাদের বিরুদ্ধে কথা বললে হামলা মামলার হুমকি দেয়। আওয়ামিলীগ ক্ষমতায় না থাকলেও এই দুই দোসরের অদৃশ্য ক্ষমতা এখনো রয়ে গেছে। তাদের থেকে বাঁচতে অনেক পরিবার বসতভিটা বিক্রি করে বারবাকিয়া থেকে চলে গেছে।

স্থানীয়দের ভাষ্য, এভাবে প্রভাব খাটিয়ে বোনদের সম্পত্তি দখল করা ও নির্যাতন করা একটি গুরুতর অপরাধ। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এদের দখলবাজি ও অন্যায় বন্ধ হবে না বলে মন্তব্য করেন এলাকাবাসী।
এঘটনায় ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।