সেলিম চৌধুরী, পটিয়াঃ পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এক আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানবজাতির মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন উপলক্ষে শুক্রবার রাতে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পটিয়ার লালারখীল আইডিয়াল স্কুলের পরিচালক আহমদ নবী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর। বিশেষ অতিথি ছিলেন পটিয়া এস এ স্মৃতি সংসদের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মফিজুর রহমান।
মাহফিলে প্রধান ওয়াজ পেশ করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও মহেশখালী গাউসিয়া তৈয়্যবিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহিনুর আলম আল কাদেরী। এছাড়াও বিশেষ ওয়াজ করেন মাওলানা আতাউর রহমান জুনায়েদ কাদেরী (কুমিল্লা), মাওলানা আহমদ হোসাইন আল কাদেরী এবং মাওলানা জাকির হোসাইন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আহমদ নবী, মো. আজিজুল হক, মো. নুরুল আবছার, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর আলম ও মো. নুরুল আমিন মিন্টু। মাহফিলে সভাপতিত্ব করেন বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ খোরশেদ আলম।

