ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

পটিয়া অটো টেম্পো শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ১৫ নভেম্বর

সেলিম চৌধুরী, পটিয়া
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সেলিম চৌধুরী, পটিয়া: পটিয়া অটো টেম্পো, টেক্সী, সিএনজি, রাভী, টাটা এইচ এবং মাহিন্দ্রা পরিবহন শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা আগামী ১৫ নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমিতির প্রধান কার্যালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমিতির সব সদস্যকে আগামী ১৫ নভেম্বর, শনিবার কর্ণফুলী কমিউনিটি সেন্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনে কেবল কার্ডধারী সদস্যরা ভোট দিতে পারবেন এবং যারা কার্ড নিয়ে উপস্থিত হবেন না, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

জানা গেছে, মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৬২ জন। অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির অধীনে এই কার্যকরী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে বিকাল ৪টার পর ভোট গণনা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এই তথ্য নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।