ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পটিয়া
নভেম্বর ৩, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ফজিলাতুন্নেছা (২৮)।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার নয়াহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলাতুন্নেছা (২৮) মাগুরা জেলার মহেশপুর, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং আলিমুজ্জামান সুজনের স্ত্রী। জানা গেছে, স্বামী ও শিশুসন্তানসহ তিনি মোটরসাইকেলযোগে মাগুরা থেকে বান্দরবানে ঘুরতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পটিয়ামুখী যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ফজিলাতুন্নেছা রাস্তার ওপর ছিটকে পড়েন এবং মুহূর্তের মধ্যেই বাসটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় তার স্বামী ও শিশুসন্তানও আহত হন বলে কিছু সূত্রে জানা গেছে।

দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।