পটিয়া, (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক তিনটি মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশু, এক বৃদ্ধ এবং একজন অজ্ঞাত পরিচয় যুবকসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।
আজ, সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঈশ্বরখাইন গ্রামে একটি পুকুরে ভাসমান অবস্থায় আনুমানিক ৫৫ বছর বয়সী কাজী জাফর আহমেদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা মফিজ উদ্দীন জানান, তিনি মৃত দানু মিয়ার ছেলে।
একই দিনে, বেলা ১১টার দিকে পটিয়া পৌরসদরের কাগজীপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি রিকশার চাপায় গুরুতর আহত হয় ৭-৮ বছর বয়সী শিশু হাবিবা আক্তার। সে বোয়ালখালী উপজেলার কানুনগো পাড়া থেকে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। গুরুতর আহত অবস্থায় তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। পটিয়া ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
এছাড়াও, বেলা ১২টার দিকে পটিয়া-কক্সবাজার মহাসড়কের ফুলকলি ফ্যাক্টরির পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরজ্জামান সাংবাদিকদের জানান, প্রতিটি দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাগুলো তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

