ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’: দেশজুড়ে ভারি বর্ষণের পূর্বাভাস

সাম্প্রতিক খবর ডেস্ক
অক্টোবর ২০, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের দিকে ধেয়ে আসছে ‘আঁখি’ নামের একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে দেশের প্রায় সব এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানিয়েছে, ‘আঁখি’ একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয় এবং এটি একটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। এর অর্থ হলো, এই বৃষ্টিবলয়ের কারণে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি একটি ক্রান্তীয় ও শক্তিশালী বৃষ্টিবলয় হওয়ায় দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিবলয়টি আগামী ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

এদিকে, একই দিন সকালে আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই লঘুচাপটি ঘনীভূত হওয়ারও শঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে, আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’ এবং সম্ভাব্য লঘুচাপের কারণে আগামী দিনগুলোতে জনজীবন ও কৃষি খাতে সতর্কতা অবলম্বনের প্রয়োজন হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।