ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ এশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশ-ভারতসহ কেঁপে উঠল ৬ দেশ

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার এবং চীন—এই ছয় দেশে রোববার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটে এই কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াজুলি এলাকায়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূকম্পনটি বেশি গভীর না হওয়ায় এর উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিএফজেডও একই তথ্য নিশ্চিত করেছে, তাদের হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭১।

ভূমিকম্পের সময় আসামের রাজধানী গুয়াহাটিতে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা ভয়ে বাড়িঘর থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। একজন স্থানীয় বাসিন্দা হিন্দুস্তান টাইমসকে বলেন, “মনে হচ্ছিল এই কম্পন কখনো থামবে না।”

আরেকজন বলেন, “কিছুক্ষণের জন্য মনে হয়েছিল, আমি মারা যাচ্ছি। ভেবেছিলাম ছাদ ভেঙে পড়বে।”

আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেন, “আসামে বড় ভূমিকম্প হয়েছে। সবার মঙ্গল কামনা করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।