ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির নতুন ডাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: সবার প্রতিনিধিত্ব করার অঙ্গীকার

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে তাদের প্রথম কার্যনির্বাহী সভা করেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রথম সভার মূল বিষয়বস্তু
* ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার: সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ জানান, নির্বাচিত প্রতিনিধিরা সবার প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের কথা বলতে চান। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে সম্মত হয়েছেন।
* কর্মপরিকল্পনা তৈরি: জিএস ফরহাদ বলেন, অল্প সময়ের মধ্যেই একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নে দ্রুত নেমে পড়তে চান তারা।
* সিনেটে প্রতিনিধি নির্বাচন: সভায় সিনেটে পাঁচজন প্রতিনিধি পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।
* কোষাধ্যক্ষ নির্বাচন ও মূলনীতি: ডাকসুর কোষাধ্যক্ষ মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার মূলনীতি নিয়েও আলোচনা হয়েছে।
* গেজেট প্রকাশ: সভার সকল সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে।

সভাশেষে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম) বলেন, এই সভার মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। তারা শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য কাজ করবেন এবং এই নির্বাচনে কেউ হারেনি, সবাই মিলেই কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গত ৯ সেপ্টেম্বরের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা শীর্ষ তিনটি পদসহ মোট ২৩টি পদে জয়লাভ করেন। বাকি ৫টি পদের মধ্যে চারটি স্বতন্ত্র প্রার্থী এবং একটি বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, ডাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের শপথের ব্যাপারটি আইনে নির্দিষ্ট করে বলা না থাকলেও একটি রেওয়াজ প্রচলিত আছে। উপাচার্য এবং প্রতিনিধিরা এই রেওয়াজ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীকে ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।