ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

টানেল রক্ষণাবেক্ষণ: ৬ দিন রাতে যান চলাচল নিয়ন্ত্রিত

সাম্প্রতিক খবর ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৫ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে (কর্ণফুলী টানেল) রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ছয় দিন রাতের নির্দিষ্ট সময়ে যান চলাচল নিয়ন্ত্রিতভাবে চলবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ যেকোনো একটি টিউবের ট্রাফিক ডাইভারশনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই সময়ে টানেলের উভয় মুখে যাত্রীদের বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে কর্তৃপক্ষের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে, যাত্রী ও চালকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ ধৈর্য ও সহমর্মিতা বজায় রাখার অনুরোধ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।