ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে সরিয়ে দেওয়া হলো

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে এই শূন্য পদে স্থলাভিষিক্ত করা হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে ড. মো. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।

বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা মোখলেস উর রহমান জনপ্রশাসন সচিবের দায়িত্ব পাওয়ার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে।

জানা যায়, তার সময়ে পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অবমূল্যায়ন করা হয়েছে। এছাড়া সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগ নিয়ে প্রশাসনে সমালোচনার ঝড় উঠে। নিয়োগকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগও উঠে আসে, যা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।