জন্মদিনে নিজের দেশে না থাকলেও, চিত্রনায়িকা মাহিয়া মাহির মন পড়ে ছিল একমাত্র ছেলে ফারিশের কাছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকা মাহি আবেগে আপ্লুত হন স্বামী রাকিব সরকার পোস্ট করা ছেলের ভিডিও দেখে।
ভিডিওতে দেখা যায়, আড়াই বছর বয়সী ফারিশ কেক কেটে ছোট্ট কণ্ঠে বলছে, “হ্যাপি বার্থডে মা।”
প্রথম আলোর সঙ্গে আলাপে মাহি বলেন, “আমার ছোট্ট বাবাটা এবার কথা বলা শিখেছে।… এবার সে আমার জন্মদিনের কেক কাটছে আর বলছে, ‘হ্যাপি বার্থ ডে মা।’ আমি নিউইয়র্কে, ছেলের থেকে অনেক দূরে। কিন্তু ফারিশ যেভাবে ‘মা মা’ বলে ডাকছে, মনে হয়েছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরব… ভিডিওটি যতবার দেখি, অঝোরে কাঁদছি। কান্না থামাতে পারছি না। আমার মন দৌড়ে ছেলের কাছে চলে যেতে চাইছে।”
এ ছাড়া, মাহি বন্ধুদের সঙ্গে কাটানো জন্মদিনের মুহূর্তের ছবিও শেয়ার করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মাহিয়া মাহি ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে পা রাখেন। সর্বশেষ তাকে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের মায়ের চরিত্রে দেখা গেছে। ব্যক্তিগত জীবনে তিনি ২০২১ সালে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। ২০২৩ সালের ২৮ মার্চ তাদের পুত্রসন্তান ফারিশের জন্ম হয়।
উল্লেখ্য, কিছুদিন আগে মাহি ও রাকিবের বিচ্ছেদের গুজব উঠলেও মাহি পরে জানান, রাগের মাথায় তিনি সেই ঘোষণা দিয়েছিলেন, আসলে তাদের বিচ্ছেদ হয়নি।

