ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে দারুণ এক নাটকীয় সমাপ্তি দেখা গেল চট্টগ্রামে। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। শেষ তিন বলে ১৭। ২০তম ওভারের চতুর্থ বলে তাসকিন আহমেদ ছক্কা হাঁকালেন ঠিকই, কিন্তু এক পা পিছিয়ে যাওয়ার মুহূর্তে পা লেগে গেল স্টাম্পে—হিট আউট! আর সেই সঙ্গে বাংলাদেশের হার নিশ্চিত।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপঅর্ডারের ব্যর্থতায় খেই হারায় টাইগাররা। ৪১ রানে ৪ উইকেট পতন—সেখান থেকেই আর ম্যাচে ফিরতে পারেনি দল।
পেসার তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদের লেট অর্ডারের লড়াই কিছুটা আশা জাগালেও সেটি টিকল না বেশিক্ষণ। ২৩ বলে ৪০ রানের জুটি গড়ে তোলেন তারা। ২৭ বলে ৩৩ রান করেন তানজিম। নাসুম ১৩ বলে ২০ রান করে আউট হলে শেষ আশা নিভে যায়।
শেষ জুটিতে তাসকিন–মোস্তাফিজ চেষ্টা করলেও ফল হয়নি। ১৯.৪ ওভারে ১৪৯ রানে থামল বাংলাদেশ—১৬ রানের হার, সিরিজে ১–০তে পিছিয়ে টাইগাররা।
এর আগে শাই হোপ ও রোভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৬৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৫ ওভারে আসে ৬৪ রান—তানজিমের শেষ ওভারে পরপর তিন ছক্কায় ২২ রান তুলেই স্কোর চ্যালেঞ্জিং করে তোলেন পাওয়েল।
ওয়ানডে সিরিজে জয়ের পর টি–টোয়েন্টি সিরিজের শুরুটা হলো হতাশার। এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষা—পরের ম্যাচেই সমতা ফেরাতে হবে টাইগারদের।

