ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীতে ২৫ জন সনাতন ধর্মাবলম্বীর যোগদান

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের ২৫ জন সনাতন ধর্মাবলম্বী নাগরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত অফিসে সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমানের হাতে তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।

শ্রী সুমন সাহার নেতৃত্বে নতুন সদস্যরা ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় জামায়াতের রাজনীতিতে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

যোগদান অনুষ্ঠানে সাবেক এমপি মো. লতিফুর রহমান বলেন, জামায়াতের রাজনীতি নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। আজকের এই যোগদান প্রমাণ করে যে, মানুষ আদর্শভিত্তিক রাজনীতির ওপরই আস্থা রাখে।

নবীন সদস্য সুমন কুমার শাহা বলেন, “আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি, কারণ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা আমাদের ভালো লাগে। তাদের সঙ্গে চলাফেরা করি, তাদের আচার-ব্যবহার ভালো লাগে।” তিনি আরও বলেন, “আমরা আমাদের ধর্ম পালন করব এবং তারা তাদের ধর্ম পালন করবে, এতে কারও কোনো সমস্যা হবে না।”

অনুষ্ঠানে স্থানীয় নেতারা ছাড়াও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তারা আশা করেন, এই যোগদান ভবিষ্যতে এলাকার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।