ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের মতলবে জোড়পূর্বক ভূমি দখলের চেষ্টার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধিঃ
মে ২৫, ২০২৫ ৫:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণের ৬নং উপাদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব বাখরা গ্রামের সূত্রধর বাড়ীতে একটি সনাতন পরিবারকে জোড়পূর্বক ভূমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

২৪ মে শনিবার রাতে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন ভুক্তভোগী দীপক চন্দ্র সূত্রধর(২৭)।

তিনি জানান, আমাদের পাশের বাড়ীর কতিপয় লোকজন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ থাকা সত্ত্বেও আমাদের পৈতৃক বসত ভিটা জোড়পূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। আমাকে মিথ্যা অভিযোগে জেলে পাঠিয়ে সেই সুযোগে আমাদের টয়লেট, রান্না ঘর, চাপ কল ভেঙ্গে দিয়ে প্রতিপক্ষরা দেয়াল উঠিয়েছে। এখন আমাদের চলাচলের রাস্তাটুকুসহ পুরো বাড়ীতে গৃহবন্ধীর মতো করে রেখেছে। এখন যেকোন সময় আমাদের বসতভিটাসহ উচ্ছেদের পরিকল্পনা করছে ওই গং।

আরেক ভুক্তভোগী পরেশ সূত্রধর বলেন, আমাদের বাড়ীর জমি ১৯৩৫ সাল হতে আমরা ভোগ দখল করে আসছি। খরিদ সূত্রে এই জমির মালিক ও দখলদার আমরা। যেখানে দখলদারিত্বে এখনো আমাদের কিছু জমি কম রয়েছে। আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছি না। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রতিবেশী নিরঞ্জন, নারায়ন ও বৃন্দাবনেরা ওই জমি হতে আমাদের উচ্ছেদের পায়তারা করছে। আমরা নিরীহ বিধায় আমাদের পাশে কেউ এগিয়েও আসছে না। আমরা সেনাবাহিনী, প্রশাসনসহ সকল সুধীমহলের কাছে এর সুষ্ঠু সমাধান চাচ্ছি।

এ রিপোর্ট লেখাকালে অভিযোগ প্রসঙ্গে তাৎক্ষনিক নিরঞ্জন গংদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।