ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Link Copied!

এস.এম.জাকির, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার ৮ জুলাই দুপুরে দোহাজারী পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা। কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাগাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামিজুরী অমিতাভ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়াকুল কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাছনদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিয়াকুল তপোবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব দোহাজারী আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ দোহাজারী পৌরসভার ১২টি প্রাথমিক বিদ্যালয় ও ২ টি মাদ্রাসা সহ ১৪০ জন শিক্ষার্থীকে কাঁঠাল, নিম, বেল সহ ৪ ধরনের   গাছের চারা দেওয়া হয়।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ তন্ময় চাকমা, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া, হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সুপার ভাইজার জমির উদ্দিন, উত্তম সেন, মোঃ কামাল উদ্দিন, মোঃ রিদুয়ান হোসাইন রানা, মোঃ খালেদ বিন কাশেম, মোঃ ইকবাল হাসান সহ জামায়াত ইসলাম বাংলাদেশ, এলডিপি, বিএনপির  নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন। গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত হয়ে ক্ষুদে শিক্ষার্থীরা দৈনিক বাংলাদেশ সমাচারকে জানিয়েছে চারা গ্রহণের পর দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী আকৃতি দাশ বলছিল, “গাছ পেয়ে খুব ভালো লাগছে। আমি এগুলো লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।