ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ভাঙল, দাবি পূরণের আশ্বাস

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ ৫২ ঘণ্টা অনশনের পর অবশেষে অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থী। ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করছিলেন তারা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের অনশন প্রত্যাহার করেন।

অনশন ভাঙার পর মিউজিক বিভাগের শিক্ষার্থী ও শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির জানান, উপাচার্য তাদের দাবিগুলোকে যৌক্তিক বলে মেনে নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন যে, রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপাচার্য তাদের সঙ্গে বৈঠকে বসবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, “আমরা রোববার বিকেল ৩টায় ছাত্রদের সঙ্গে বসার জন্য সময় দিয়েছি। তারা তাদের দাবিগুলো আমাদের কাছে পেশ করেছে। আমি প্রাথমিকভাবে তাদের সঙ্গে কথা বলেছি এবং রোববার আন্তরিকতার সাথে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।”

গত বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন—বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওমর সমুদ্র, বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া, শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির, সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, রাজনৈতিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক আহমেদ মুগ্ধ, দপ্তর সম্পাদক নাইম শাহজাহান, নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে এবং পাহাড়ি ছাত্র পরিষদের (ইউপিডিএফ-সমর্থিত) সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।