দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম থেকে দুটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাই দুবাই ও সালাম এয়ার তাদের কার্যক্রম শুরু করবে। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে সালাম এয়ার চট্টগ্রাম-মাস্কাট রুটে এবং ২৬ অক্টোবর থেকে ফ্লাই দুবাই পুনরায় তাদের ফ্লাইট চালু করবে।
আয় বৃদ্ধি সত্ত্বেও এয়ারলাইন্স গুটিয়ে নেওয়ার কারণ
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে শাহ আমানত বিমানবন্দরে পর্যাপ্ত সুবিধা না থাকায় অতীতে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। গত বছরের ১ সেপ্টেম্বর আমিরাতভিত্তিক ফ্লাই দুবাই ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। এর আগে থাই এয়ার, ওমান এয়ার, স্পাইস জেট, জাজিরা এয়ারওয়েজসহ আরও বেশ কিছু এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে তাদের ফ্লাইট গুটিয়ে নেয়।
তবে, সাম্প্রতিক সময়ে বিমানবন্দরটির রাজস্ব আয়ে রেকর্ড বৃদ্ধি ঘটেছে। ২০২৪-২৫ অর্থবছরে বিমানবন্দরটির আয় দাঁড়িয়েছে ২৭০ কোটি ৪৯ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৩ কোটি টাকা বেশি। এ বছর খরচ হয়েছে ৪০ কোটি টাকা।
যাত্রী চলাচলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে ৩ লাখ ৯২ হাজার ৪৫৬ জন যাত্রী যাতায়াত করেছেন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৯ লাখ ৮২ হাজার ৫৪০ জন। এতে বোঝা যায় যে যাত্রীদের চাপ বাড়ছে এবং ভবিষ্যতে আরও বেশি আন্তর্জাতিক এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করতে আগ্রহী হতে পারে।

