ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে বাসচাপায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু: পতেঙ্গার স্টিলমিল সড়কে মর্মান্তিক দুর্ঘটনা

সাম্প্রতিক খবর ডেস্ক
অক্টোবর ৭, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের পতেঙ্গায় স্টিলমিল সড়কে বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে স্টিলমিল বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গার্মেন্টস কর্মীদের বহনকারী একটি দ্রুতগতির বাস ওই নারীকে চাপা দেয়। এতে তাঁর পা থেকে কোমর পর্যন্ত গুরুতরভাবে থেঁতলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্টিলমিল বাজারের স্থানীয় দোকানদার নজরুল ইসলাম জানান, “নারীটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বাসটি তাঁকে চাপা দেয়। তাঁকে দেখে গার্মেন্টস কর্মী বলে মনে হচ্ছিল।”

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।