সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস. এম. নুরুল হক মন্তব্য করেছেন যে ভ্যাট ও ইনকাম ট্যাক্স হলো চট্টগ্রামের তৃণমূল ব্যবসায়ীদের প্রধান সমস্যা। সোমবার (২৭ অক্টোবর) নগরের পাঁচলাইশস্থ ‘কিং অব চিটাগাং’-এ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এস. এম. নুরুল হক বলেন, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট অফিস থেকে অযাচিত চাপ সৃষ্টি করা হয় এবং ইনকাম ট্যাক্স নিয়েও ব্যবসায়ীরা বহু জটিলতার সম্মুখীন হন। তিনি আশ্বস্ত করেন যে সুযোগ পেলে তারা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যকে চিটাগং চেম্বারে এনে ব্যবসায়ীদের সমস্যা তুলে ধরে তা সমাধানের উদ্যোগ নেবেন।
তিনি আরও জানান, চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগং চেম্বারের অফিসে যে অব্যবহৃত স্থান আছে, সেখানে একটি ডাটা অ্যানালাইসিস সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে আমদানি-রপ্তানি, সাপ্লাই চেইন এবং বাজার চাহিদার তথ্য ব্যবসায়ীরা সহজে পেতে পারবেন। পাশাপাশি নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে এবং কাজের সুযোগ সৃষ্টি করতে একটি ফ্লোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক শাজাহান মহিউদ্দিন। তিনি চট্টগ্রামকে দেশের বাণিজ্যের হৃদপিণ্ড আখ্যা দিয়ে বলেন, শিল্প, বন্দর, যোগাযোগ ও বিনিয়োগ খাতের দ্রুত উন্নয়ন ঘটলে জাতীয় অর্থনীতির চেহারা বদলে যাবে।
বিশেষ আলোচক এস. এম. ফজলুল হক বলেন, চট্টগ্রাম দেশের রাজস্ব আয়ের মূল উৎস হওয়া সত্ত্বেও এখানকার অবকাঠামো উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ নেই। তিনি বন্দর ও শিল্পখাতের আয় থেকে সরাসরি চট্টগ্রামের উন্নয়নে বরাদ্দ দেওয়ার দাবি জানান।
মতবিনিময় সভায় বিজিএমইএ, বিকেএমইএ, সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন, খাতুনগঞ্জ, টেরিবাজার, তামাকুন্ডিলেইন, বৃহত্তর চকবাজার, জুবিলী রোড ও রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন এবং বক্তব্য রাখেন। বক্তারা এ সময় চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় একটি ঐক্যবদ্ধ ব্যবসায়ী প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানান।

