ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার সন্দেহ

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)। তারা উভয়েই কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিনা ও তার মেয়ে গত ৫-৬ বছর ধরে কালিয়াজুরিতে ভাড়া বাসায় থাকতেন। তাহমিনার দুই ছেলে আছেন, যারা একজন ইপিজেডে চাকরি করেন এবং অন্যজন আইন বিষয়ে পড়াশোনা করেন। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

সোমবার গভীর রাতে তাহমিনার ছেলেরা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুই কক্ষের বিছানায় মা ও মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তাদের সুরতহাল করে মরদেহগুলো উদ্ধার করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।

তিনি বলেন, “লাশের পাশে বালিশ পাওয়া গেছে। আমাদের প্রাথমিক ধারণা, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।” তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পুলিশ এই ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।