বাংলাদেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নুমানী এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।
শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। গত বুধবার তার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
ফরিদা পারভীন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। শৈশবে ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে তার সংগীতের হাতেখড়ি হয়। ১৯৬৮ সালে মাত্র ১৪ বছর বয়সে তার পেশাদার সংগীতজীবন শুরু হয়েছিল।
প্রাথমিকভাবে নজরুলসংগীত ও আধুনিক গান গাইলেও, স্বাধীনতার পর তিনি লালনগানের জন্য দেশব্যাপী খ্যাতি অর্জন করেন এবং লোকসংগীতের এক কিংবদন্তি হিসেবে পরিচিতি লাভ করেন।

