বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে তিনি এই মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, নির্বাচনের দিন ছাত্রদল এবং ছাত্রশিবিরের প্যানেলের পাশাপাশি অন্যান্য প্রার্থীরাও কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। তিনজন শিক্ষকও নির্বাচন বর্জন করে একই ধরনের অভিযোগ তুলেছেন।
তিনি আরও বলেন, “একটি হলে ২৯৯ জন ভোটার থাকা সত্ত্বেও সেখানে ৪০০টি ব্যালট পেপার কেন গেল? নির্বাচন কমিশন যদিও ১০ থেকে ২০ শতাংশ অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর কথা বলেছে, তবে এই অতিরিক্ত ব্যালট পেপারের সংখ্যা অস্বাভাবিক।”
রুমিন ফারহানা আরও অভিযোগ করেন যে, ভোটারদের ছবিযুক্ত তালিকা ব্যবহার করা হয়নি, যার ফলে প্রার্থীরা সন্দেহ করছেন যে যারা ভোটার নন তারাও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, “কেবল ছাত্রদল নয়, অন্য প্যানেলগুলোও মনে করছে না যে এই ভোট স্বচ্ছ এবং প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে।”
বিএনপির এই নেত্রী জোর দিয়ে বলেন, বিএনপি এই নির্বাচন বর্জনের কারণ খুব স্পষ্ট করেই উল্লেখ করেছে, এবং এই কারণগুলো জনগণের বিবেচনার ওপর নির্ভরশীল।

