ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সমুদ্রে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৫:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কলেজছাত্রের মরদেহ ১৫ ঘণ্টা পর ভেসে উঠেছে। সোমবার (৮ সেপ্টেম্বর, ২০২৫) সকালে সৈকতের সমিতি পাড়া এলাকা থেকে জুহায়ের আয়মান (১৭) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

জুহায়ের বগুড়া পৌরসভার কাটনারপাড়া এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিমের নিকটাত্মীয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জুহায়ের তার দুই বন্ধুকে নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে তারা তিনজনই সাগরে ডুবে যান। লাইফগার্ড সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও জুহায়ের নিখোঁজ ছিলেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান জানান, নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও লাইফগার্ড গভীর রাত পর্যন্ত যৌথ তল্লাশি চালায়। সোমবার সকালে তার লাশ ভেসে ওঠে।

জুহায়েরের মামা মো. মোজাহিদুর রহিম জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ বগুড়ায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

সি-সেফ লাইফগার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমদ জানান, সৈকতের কিছু অংশে গুপ্তখাল রয়েছে। যে স্থান থেকে জুহায়ের নিখোঁজ হয়েছেন, সেখানে আগে থেকেই লাল পতাকা দিয়ে বিপদজনক স্থান চিহ্নিত করে সতর্কতা জানানো ছিল। তিনি পর্যটকদের সমুদ্র সৈকতে গোসলের আগে লাইফগার্ডের সতর্কতা মেনে চলার অনুরোধ জানান।

উল্লেখ্য, এর আগে গত ৮ জুলাই হিমছড়ি সমুদ্র সৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন। দুজনের মরদেহ উদ্ধার হলেও একজনের মরদেহ দুই মাসেও পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।