ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

‘কক্সবাজার শিল্পকলায় ড. ইসরাফিল শাহীনের দুই দিনের অভিনয় প্রশিক্ষণ’ কর্মশালা” সম্পন্ন

কক্সবাজার জেলা প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার প্রতিনিধিঃ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে কক্সবাজারে দুই দিনব্যাপী এক বিশেষ অভিনয় প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের স্বনামধন্য শিক্ষক প্রফেসর ড. ইসরাফিল শাহীন এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।

এই প্রশিক্ষণ কর্মশালার মূল আলোচ্য বিষয় ছিল “প্রাচ্য ও পাশ্চাত্য অভিনয় প্রশিক্ষণ”। অভিনয় শিল্পের তত্ত্ব ও ব্যবহারিক দিক নিয়ে দুই দিনের এই আয়োজনে কক্সবাজারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৪৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং নিজেদের অভিনয় দক্ষতা বৃদ্ধিতে সচেষ্ট হন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি ও নাট্য জগতের বিশিষ্টজনেরা। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলো –
কক্সবাজার সিটি কলেজের থিয়েটার স্টাডিজ বিভাগের প্রধান স্বপন ভট্টাচার্য, ঝিনুক নাট্যকেন্দ্রের সভাপতি আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ,  কক্সবাজার উদীচীর সাধারণ সম্পাদক সৌরভ দেব।

কর্মশালাটি সফলভাবে সমন্বয় করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ইমরান হোসেন এবং সানাউল হক।
দুই দিনের নিবিড় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪৪ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। জেলা শিল্পকলা একাডেমির এই উদ্যোগ স্থানীয় শিল্পীদের জন্য অভিনয়ের আধুনিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে বলে মনে করেন সংস্কৃতি কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।