ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

ওয়ালটন ক্যাবলসের নতুন বিজ্ঞাপনে স্থপতি সিয়াম আহমেদ, মুগ্ধ দর্শক

বিনোদন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

একটি আধুনিক ভবনের নিরাপত্তা ও স্থায়িত্ব নির্ভর করে এর ভেতরের গোপন শক্তি— ক্যাবলসের মানের ওপর। সেই গুরুত্বপূর্ণ ধারণাকে কেন্দ্র করে টেক জায়ান্ট ওয়ালটন ক্যাবলস নির্মাণ করেছে একটি ব্যতিক্রমধর্মী বিজ্ঞাপনচিত্র, যা ইতোমধ্যে অনলাইন ও টেলিভিশন দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

ঢাকার নাইন এন’ হাফ স্টুডিওতে এই বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় করেছেন ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। বিজ্ঞাপনে তিনি একজন স্থপতির চরিত্রে অভিনয় করেছেন, যার সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা আসাদুজ্জামান আসাদ। মূলত এই দুই চরিত্রের কথোপকথনের মধ্য দিয়েই এগিয়ে যায় বিজ্ঞাপনটির গল্প।

৩০ সেকেন্ড দৈর্ঘ্যের এই বিজ্ঞাপনটির পরিচালনায় ছিলেন আশিক আলম এবং চিত্রগ্রহণে ছিলেন তাহসিন রহমান। এটির প্রযোজনায় ছিল ওয়ালটনের নিজস্ব প্রোডাকশন টিম।

বিজ্ঞাপনের গল্পে তুলে ধরা হয়েছে— কেন একটি ভবনের মেরুদণ্ড বা ‘ব্যাকবোন’ হিসেবে নিরাপদ ও মানসম্মত ক্যাবল অপরিহার্য। অরক্ষিত তার ব্যবহারে শুধু স্থাপনাই নয়, মানুষের জীবনও ঝুঁকিপূর্ণ হতে পারে— এই গুরুত্বপূর্ণ বার্তাটি গল্পচ্ছলে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বিজ্ঞাপনটিতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।