ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. চাকরি
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. নগর-মহানগর
  15. পরিবেশ ও জীববৈচিত্র
আজকের সর্বশেষ সবখবর

“আমার দেশের মুক্তিযুদ্ধ আমাকে গর্বিত করে,” কলকাতা সফরে স্পষ্টবাদী তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

দেশের সীমানা পেরিয়ে আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টিভি নাটক থেকে ওয়েব ফিল্ম— সবখানেই নিজের অভিনয় দক্ষতায় তিনি জয় করেছেন দর্শকের মন। এবার নতুন এক প্রজেক্টের শুটিংয়ের জন্য কলকাতায় পা রাখতেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। ‘কারাগার’-খ্যাত এই অভিনেত্রীর সাম্প্রতিক কলকাতা সফর ঘিরে ইতিমধ্যেই সরগরম দুই বাংলার বিনোদন অঙ্গন।

ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফারিণের কাছে প্রশ্ন করা হয়, এপার বাংলার (পশ্চিমবঙ্গ) মানুষ যখন ওপার বাংলার (বাংলাদেশ) শিল্পীদের কাছে যান, তখন তাদের কাছ থেকে জানতে ইচ্ছে করে সেদিকের অবস্থা কেমন? উত্তরে তাসনিয়া ফারিণ বলেন, “ভালো আছে বাংলাদেশ, ভালো ভালো কাজ হচ্ছে। আমিও কাজ করছি। এখন ওখানে সিনেমার বাজেটও আগের তুলনায় অনেক বেড়েছে। যদিও হলের সংখ্যা নিয়ে প্রশ্ন আছে, সব মিলিয়ে ভালোই।”

এরপর দেশের ‘অন্ধকার সময়’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, “আমি রাজনীতিমনস্ক নই। এসব বিষয়ে খুব বেশি কিছু বলতে পারব না, বলতে চাইও না। একজন শিল্পীর এত জটিল বিষয়ে কথা না বলাই শ্রেয় মনে করি।”
মুক্তিযুদ্ধ আমাদের রক্তে, ইতিহাসে, ঐতিহ্যে
দুই দেশের সংস্কৃতি ও সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ফারিণের জবাব ছিল স্পষ্ট ও আত্মমর্যাদাপূর্ণ। তিনি বলেন, “দেখুন, এটা খুব হাইপোথেটিক্যাল ভাবনা। কোনো দিন যা হওয়ার নয়, এ রকম চিন্তা করতেও চাই না। আমি আমার দেশ নিয়ে যথেষ্ট গর্বিত। গর্ব করার কারণও আছে।”

গর্বের কারণ হিসেবে তিনি বলেন, “আমার দেশের মুক্তিযুদ্ধ আমাকে গর্বিত করে। আমরা অনেক কষ্টে স্বাধীন হয়েছি। মুক্তিযুদ্ধ আমাদের রক্তে, ইতিহাসে, ঐতিহ্যে। আলাদা দুটো দেশ মানেই আমরা আলাদা নই। এখনো আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারছি, কাজ করতে পারছি। দুই দেশের স্বার্থ বজায় রেখে সুস্থ আদানপ্রদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর নতুন প্রজেক্টের শুটিংয়ের জন্য কলকাতায় যান তাসনিয়া ফারিণ। সেখানে তার দেখা হয়েছে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। তাদের একসঙ্গে কলকাতার সিনেমায় কাজের গুঞ্জনও ছড়িয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কেউই। কয়েক দিনের মধ্যেই দেশে ফেরার কথা জানিয়েছেন ফারিণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।